নোয়াখালীতে ২ জামায়াত কর্মী আটক

আপডেট: মার্চ ২৮, ২০২২
0

আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :

নোয়াখালী মাইজদী থেকে শহর জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাতে জেলা শহর মাইজদী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সুধারাম থানার পুলিশ মাইজদী কৃষারামপুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে জামায়াত কর্মী নাছির উদ্দিন কে কাজী ভবন থেকে এবং মধুপুর গ্রামের লাল মিয়ার ছেলে জামায়াত কর্মী ইকবাল ফারুক কে শহরের আমেনা ভবন থেকে আটক করে।

এ দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক পুলিশের এ হেন ঘৃণ্য কাজের নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন নিরপরাধ কর্মীদের ঘুম থেকে জাগিয়ে গ্রেফতার করেছে। তারা সকল মামলায় জামিনে আছেন, তাদেরকে গ্রেফতার করে নতুন মামলায় অভিযুক্ত করা হয়। আমরা এ হেন ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তি দাবী করছি।

এ নিয়ে জানতে চাইলে সুধারাম থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, দুই জামায়াত কর্মী কে পুলিশ এসল্ট মামলায় আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার কারাগারে পাঠানো হয়েছে।