বাউবি’র এইচ.এস.সি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার ৭০ দশমিক ৭১

আপডেট: মার্চ ২৮, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল আজ ২৮ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭০ দশমিক ৭১। বাউবি’র এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ১,৩৬,৮৮৪ জন । এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১,০৬,৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ৪২,৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯,৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন অ+ , ৬৬৮৯ জন অ , ১১,৯৩৫ জন অ- , ৭,৯৫২ জন ই , ২,৯১০ জন ঈ এবং ২২২ জন উ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭,২১৮ জন ছাত্র এবং ১২,৭৪২ জন ছাত্রী । বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd
ভিজিট করুন। বাউবির জনসংযোগ বিভাগের ভার প্রাপ্ত পরিচালক ড.মেজবাহ উদ্দিন তুহিন সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
২৮/৩/২০২১