পাকিস্তান ক্রিকেট ইতিহাসের ভিডিওতে রাখা হয়নি ইমরান খানকে, ক্ষেপেছেন আকরাম

আপডেট: আগস্ট ১৬, ২০২৩
0

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রামাণ্যচিত্রে নেই ইমরান খান। বিশ্বকাপজয়ী অধিনায়ককে বাদ দিয়েই সাজানো হয়েছে নিজেদের সাফল্যগাঁথা মুড়ানো ভিডিও। যা নিয়ে বেশ ক্ষুব্ধ পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। এমনকি ইমরানকে ভিডিওতে না রাখায় পিসিবিকে ক্ষমা চাইতে বলেছেন তিনি।

স্বাধীনতার ৭৬তম বর্ষ পূর্তি উপলক্ষে ১৯৫২ সাল থেকে নিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম অর্জনগুলো তুলে ধরে ভিডিও প্রকাশ করে পিসিবি। কিন্তু সেই ভিডিওতে দেখা যায়নি দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কিংবদন্তি ইমরান খানকে। যা বেশ বিতর্ক ছড়িয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে।

কয়দিন আগেও যেখানে ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে ভারতকে জ্ঞান দিয়েছিল পিসিবি, সেখানে রাজনৈতিক মতানৈক্যে নিজ দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ককেই দূরে ঠেলে দিয়েছে তারা। তবে রাজনৈতিক বিরোধের ফলে ইমরান খানকে বাদ দিয়ে বানানো ভিডিও দেখে ক্ষেপেছেন ওয়াসিম আকরাম।

ভিডিওটি দেখার পর বেশ বিস্মিত হয়েছেন বলে জানান ওয়াসিম আকরাম। ইমরান খানের না থাকা মানতে পারছেন না তিনি। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলাম। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে পিসিবির ছোট্ট ভিডিওতে দেখলাম, ইমরান খান নেই…।’

এমনকি ভিডিওটি সরিয়ে পিসিবিকে দুঃখ প্রকাশ করার পরামর্শও দেন তিনি। বলেন, রাজনৈতিক মতাদর্শের পার্থক্যটা বাদ দিই। কিন্তু ইমরান খান বিশ্ব ক্রিকেটের আইকন। পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার পথ দেখিয়েছেন তিনি। পিসিবির উচিত ভিডিও মুছে ফেলা ও ক্ষমা চাওয়া।’

এদিকে ওয়াসিমের সাথে সুর মিলিয়েছেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজও। তিনিও এক টুইটে লিখেন, ‘পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের রোমন্থন করা হচ্ছে, সেখানে ১৯৯২ বিশ্বকাপের ১১টি ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু দেশের হয়ে খেলা সর্বকালের সেরা ক্রিকেটারের একটা ছবিও নেই! ইমরান খান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার।’

ইমরান খানের না থাকার কারণটা যে রাজনৈতিক, তা অবশ্য অনুমান করাই যায়। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা ইমরান এই মুহূর্তে আছেন কারাগারে। ধারণা করা হচ্ছে- ক্ষমতায় থাকা সরকারের প্রতি আনুগত্যতা প্রকাশ করতেই তাকে ভিডিওতে রাখেনি জাকা আশরাফের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড।