বশেমুরকৃবি’তে জনপ্রিয় জাত ও প্রযুক্তিসমূহ স্থানান্তর বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ৬, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) কর্তৃক উদ্ভাবিত নতুন জাত ও উন্নত কৃষি প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে হস্তান্তরের লক্ষ্যে এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রতিনিধি হিসেবে গবেষণার ফল মাঠে প্রকাশ করবে কৃষকগণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অদুর ভবিষ্যতে গাজীপুর মহানগরীর কাউলতিয়া গ্রাম দেশের একটি আদর্শ কৃষি গ্রামে রূপান্তরিত হবে।

বিশ্ববিদ্যালয় কতর্ৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাতসমূহের পরিচিতি ও এর উৎপাদন কৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. এয়নুল হক এবং পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), প্রফেসর ড. ইমরুল কায়েস এর সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. হায়দার ইকবাল খান। প্রশিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। গাজীপুরের কাউলতিয়া গ্রামের ২০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।