বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও খালী ম্যাগাজিন উদ্ধার

আপডেট: জুন ১, ২০২১
0

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অপস্ অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস-৮ আর বি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন দক্ষিণ ভাদিয়ালী, খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে দক্ষিণ ভাদিয়ালী, খালমুখ কবরস্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৯ মিঃ মিঃ ইউএসএ পিস্তল-০১টি, ০৯ রাউন্ড গুলি এবং ০২টি খালী ম্যাগাজিন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,০৫,৮০০/- (এক লক্ষ পাঁচ হাজার আটশত) টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও খালী ম্যাগাজিন কলারোয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি অস্ত্র, গোলাবারুদ এবং খালী ম্যাগাজিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্রসহ চোরাচালান ও মাদকদ্রব্য নির্মূলের মাধ্যমে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার স্থিতিশীলতা রক্ষায় অত্র ব্যাটালিয়ন দৃঢ় প্রতিজ্ঞ