মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

আপডেট: অক্টোবর ৩১, ২০২৩
0

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে সকাল থেকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছিল পুলিশ।

আসিফ সোহান নামে তার পরিবারের সদস্য ছাড়াও এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালতের তার জামিন বাতিল করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।