যশোরে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ ও দোষীকে শাস্তির দাবী

আপডেট: এপ্রিল ১৬, ২০২৩
0
file photo

ডেস্ক রিপোর্ট :
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের ব্যাংকপাড়ার একটি বাসায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি দিয়েছে।

মহিলা পরিষদ বলেছে , ”গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের ব্যাংকপাড়ার একটি বাসায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। জানা যায়, নির্যাতনের শিকার শিশু দিনাজপুর জেলার খানসামা উপজেলার হোমেনপুর গ্রামের মৃত আব্দুল হোসেনের মেয়ে।

গত নয় মাস আগে শামিম ও তার স্ত্রী জিনাত রেহানা নির্যাতনের শিকার ওই শিশু গৃহকর্মীকে কাজের জন্য দিনাজপুর থেকে যশোরে তাদের বাসায় নিয়ে আসে। যশোরে নিয়ে আসার পর ওই শিশুটিকে সারাদিন কাজের ভিতর রাখা হত। তাকে ঠিকমত খেতে দেওয়া হত না। কোন ভুল হলেই চড় থাপ্পর, কিল ঘুষি মারা হত। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। রুটি বেলা বেলন, বিদ্যুতের মোটা তার দিয়ে তাকে পেটানো হত। এমন কি প্লাস দিয়ে পায়ের নখ চেপে নষ্ট করে দেয়া হয়। গত ১২ এপ্রিল, ২০২৩ তারিখ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নারী ও কন্যা-শিশুদের প্রতি বর্বর সহিংসতা ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। ঘরে বাইরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। বাংলাাদেশ মহিলা পরিষদ শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। এ ধরণের ঘটনা পুনরাবৃত্তিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানাচ্ছে। সেই সাথে নির্যাতনের শিকার শিশুর সুচিকিৎসাসহ সারা দেশে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানাচ্ছে।