লাঠিটিলার চিরসবুজ বনে সাফারিপার্ক নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক– টিআইবি

আপডেট: আগস্ট ৭, ২০২১
0

বন্যপ্রাণীদের অভয়ারণ্য লাঠিটিলা সংরক্ষিত চিরসবুজ ও দেশের অন্যতম জীববৈচত্র্যপূর্ণ বনভূমিতে সাফারি পার্ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এমন পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে সংস্থাটি।

শুক্রবার (৬ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে টিআইবি এসব বক্তব্য তুলে ধরে ভয়-ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

টিআইবি বলছে, দুর্নীতি, অনিয়ম ও ঘুষের অভিযোগে গ্রেফতার হওয়া একজন সাবেক বন সংরক্ষকের নেতৃত্বে হওয়া একটি সমীক্ষার ওপর নির্ভর করে সংরক্ষিত বনের মধ্যে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা সার্বিক উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মৌলভীবাজারে জাতীয় উদ্যানসহ বেশ কয়েকটি ইকোপার্ক থাকা সত্ত্বেও ক্রান্তীয় চিরসবুজ বনে সাফারি পার্ক নির্মাণের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা কতটুকু? সংরক্ষিত বনের মধ্যে সাফারি পার্ক স্থাপন এবং বিবিধ অবকাঠামো নির্মাণ হলে জীববৈচিত্র্য ধ্বংস হওয়াসহ বন্যপ্রাণীর অস্তিত্ব বিলুপ্তি এবং দীর্ঘমেয়াদে পুরো বন ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞরাও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

তাছাড়া এই সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন করা হলে বনের মধ্যে ছয়টি গ্রামের তিনশ পরিবার ও বননির্ভর স্থানীয় জনগোষ্ঠী উচ্ছেদের আশঙ্কা রয়েছে। তাই লাঠিটিলায় সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক নির্মাণ না করে স্থানীয় অধিবাসী ও বিশেষজ্ঞদের মতামতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সংরক্ষিত বনভূমিতে সাফারি পার্ক নির্মাণের বিষয়ে প্রকাশিত সংবাদের জেরে স্থানীয় সাংবাদিকদের বাসা ঘেরাও, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।

এর আগে গত ৫ আগস্ট মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর সাংবাদিকের বাসা ঘেরাও করার হুমকি দেয় জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। গত ৩ আগস্ট স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।