`লোক দেখানো সমাজটাকে চলো বেচে দেই’

আপডেট: আগস্ট ১৩, ২০২৩
0


ডা. জাকারিয়া চৌধুরী :

লোক দেখানো সমাজটাকে চলো একদিন বেচে দেই,
লোক দেখানো স্বাচ্চা এই চেহারাটাকে চলো একদিন ছেচে দেই।
লোক দেখানো ভন্ডদের এই সমাজটাকে,
চলো একদিন গুড়িয়ে দেই।
লোক দেখানো সভ্যতাকে চলো একদিন;

গংগাজলে ডুবিয়ে দেই।
লোক দেখানো জুডিশিয়ারিকে চলো একদিন;
বৃন্দাবনে পাঠিয়ে দেই,
লোক দেখানো সত্যটাকে চলো একদিন;
মিথ্যে বলে স্বীকার করে নেই।
লোক দেখানো সততাকে চলো একদিন,
উগলায়ে দেই, শঠতা বলে মেনে নেই।

ও ভাই সকল তোমরা সবে বলো-
লোক দেখানো যৌবন খুইয়ে খুব বেশি কিছু এমন কি হল!
বলো সবে বলো ! লোক দেখানোর দল,
লোক দেখিয়ে নষ্টটাকে কতবার বাজারজাত করা গেল ?
বলো সবে বলো।

উন্নয়নে উন্নয়নে- হেইল ফ্যাসিজম ! হেইল ফ্যাসিজম!!
লোক দেখানো অনেক অনেক হলো!!
উন্নয়নে ডুবে গেল সবে, বলো কবে হবে ! হেইল ফ্যাসিজম।
নষ্টটা কি শিষ্ট হয়ে ফিরে কভু এলো ? বলো সবে বলো।
লোক দেখানোর দল তোরা লোক দেখিয়ে চল।